সুপার টাইফুন রাগাসা চীনের স্থলভাগে উঠে আসছে। এটি আগের চেয়ে কিছুটা দুর্বল হয়ে বর্তমানে তীব্র টাইফুনে পরিণত হয়েছে। ইতোমধ্যে দেশটির দক্ষিণে গুয়াংদং প্রদেশ থেকে প্রায় দুই মিলিয়ন মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
মাত্র কয়েকদিন আগেই প্রদেশটিতে আরেকটি টাইফুন আঘাত হানে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চীনের আবহাওয়া বিশেষজ্ঞরা রাগাসাকে ‘ঝড়ের রাজা’ বলে উল্লেখ করেছেন। এই ঝড়ের কারণে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এক মাসের সমান বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে।
টাইফুনটি এর আগে তাইওয়ানে আঘাত হেনেছে। সেখানে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং এখনো বেশকিছু মানুষ নিখোঁজ রয়েছেন। রাগাসা থেকে ভারী বৃষ্টিপাতের ফলে পূর্ব তাইওয়ানে একটি হ্রদের তীর ভেঙে এই প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
জুলাই মাসে টাইফুন উইফার কারণে সৃষ্ট ভূমিধসের ফলে এই হ্রদটি তৈরি হয়েছিল।
রাগাসাকে চলতি বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফিলিপাইন ও হংকংয়েও ঝড়ের আঘাতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
সোমবার ফিলিপাইনের বেশ কয়েকটি শহর প্লাবিত হওয়ার পর কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। হংকংয়ে ৬২ জন আহত হয়েছেন এবং চার শতাধিক গাছ উপড়ে গেছে। দেশটিতে ১৫টি জায়গায় বন্যা ও একটি জায়গায় ভূমিধসের তথ্য পাওয়া গেছে।