ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০, নিখোঁজ ১২

অনলাইন পত্রিকা ভিএন এক্সপ্রেস স্থানীয় বাঁধ ব্যবস্থাপনা ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, বন্যায় ৩৪১ মিলিয়ন ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বন্যা আক্রান্ত একটি এলাকা
বন্যা আক্রান্ত একটি এলাকা |সংগৃহীত

ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, দেশের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে এবং আরো ১২ জন নিখোঁজ রয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) ভিয়েতনামের স্থানীয় অনলাইন পত্রিকা ভিএন এক্সপ্রেস স্থানীয় বাঁধ ব্যবস্থাপনা ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, বন্যায় ৩৪১ মিলিয়ন ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ডাক লাক প্রদেশে। সেখানে রেকর্ড ৬৩ জন মারা গেছেন। খান হোয়া প্রদেশের উপকূলীয় নাহা ট্রাং শহরে ১৪ জন, লাম ডং শহরে পাঁচজন, জিয়া লাই শহরে তিনজন, হুয়ে ও দা নাঙ শহরে দুইজন করে এবং কোয়াং ত্রি শহরে একজন নিহত হয়েছেন।

বন্যায় ১ হাজার ১৫৪টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানি বৃদ্ধির কারণে ও ভূমিধসে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। গুরুত্বপূর্ণ মহাসড়ক ও গ্রামীণ সড়কের অনেক অংশ ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

দুর্যোগে প্রায় ১২ লাখ পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। রোববার পর্যন্ত ২ লাখ ৫৭ হাজার ঘরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এতে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায় বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়।

স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন কেন্দ্রীয় প্রদেশগুলোতে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আরো কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

সরকার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর পুনরুদ্ধারের জন্য ৭০০ বিলিয়ন ভিয়েতনামী মুদ্রা ডং (২৬.৬ মিলিয়ন ডলার) জরুরি সহায়তা বরাদ্দ দিয়েছে এবং দুর্যোগ মোকাবেলায় সেনা ও পুলিশ সদস্যদের মোতায়েন করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় সাড়ে ৩২ লাখ গবাদিপশু ও হাঁস-মুরগি মারা গেছে বা ভেসে গেছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি