যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ প্রয়োগের অভিযোগ চীনের

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি মুহূর্তে উচ্চ শুল্কের হুমকি দেয়া চীনের সাথে সম্পর্ক স্থাপনের সঠিক পন্থা নয়।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ প্রয়োগের অভিযোগ এনেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর এই প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রাসঙ্গিক বিবৃতি ‘দ্বৈত নীতি’র একটি আদর্শ উদাহরণ।

এর আগে, শুক্রবার ট্রাম্প বলেন, তিনি বিরল খনিজ পদার্থের বিষয়ে খুবই আগ্রহী। তিনি নতুন চীনা রফতানি নিষেধাজ্ঞার জবাবে ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। এ সময় তিনি এই মাসের শেষের দিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক বাতিল করারও হুমকি দেন

রোববার বেইজিংয়ের পক্ষে জানানো হয়েছে, সেপ্টেম্বর থেকে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ব্যবস্থা জোরদার করেছে। যা চীনের স্বার্থকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপগুলো চীনের স্বার্থকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যা উভয়পক্ষের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, প্রতি মুহূর্তে উচ্চ শুল্কের হুমকি দেয়া চীনের সাথে সম্পর্ক স্থাপনের সঠিক পন্থা নয়।

সূত্র : বাসস