জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

জাপানের উপকূলে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে সুনামির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদফতর।

নয়া দিগন্ত অনলাইন
জাপানে শক্তিশালী ভূমিকম্প
জাপানে শক্তিশালী ভূমিকম্প |আল জাজিরা

জাপানের উপকূলে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে সুনামির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদফতর।

সোমবার (৮ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


জাপানের আবহাওয়া অধিদফতর প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, সোমবারের ৭.৬ মাত্রার এই ভূমিকম্প দেশটির আওমোরি এবং হোক্কাইডো উপকূলে আঘাত হেনেছে। আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, এই ভূমিকম্পের কারণে জাপানের উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র : আল জাজিরা