জাপানে আবারো ভূমিকম্প

সোমবার পূর্ব ইওয়াতে প্রদেশের উপকূলের কাছে ইয়ামাদায় ১১.২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

নয়া দিগন্ত অনলাইন

জাপানে সোমবার (১০ নভেম্বর) ৫.৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বা সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিটে পূর্ব ইওয়াতে প্রদেশের উপকূলের কাছে ইয়ামাদায় ১১.২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা অনুসারে, জাপানের ভূমিকম্পের তীব্রতা সাত স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল তিন।

এর আগে, গতকাল রোববার জাপানের ইওয়াতে প্রদেশে ১০ কিলোমিটার গভীরতায় ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। জাপান আবহাওয়া সংস্থা সুনামির সতর্কতা জারি করে। যা পরে প্রত্যাহার করা হয়।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি