আদালতে থাইল্যান্ডের বরখাস্তকৃত প্রধানমন্ত্রী

ফোনালাপটিতে পায়েতংতার্ন সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেন-কে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করেন এবং থাই সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তার সমালোচনা করেন। এতে জাতীয়তাবাদী ও রক্ষণশীল মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তাকে পদচ্যুত করার দাবিতে আবেদন জমা দেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা |সংগৃহীত

থাইল্যান্ডের বরখাস্তকৃত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুতির মামলায় আদালতে হাজির হয়েছেন।

কম্বোডিয়ার সাথে দেশটির সীমান্ত বিরোধ মোকাবিলার বিষয়ে তাকে পদ থেকে অপসারণের জন্য করা একটি মামলায় সাক্ষ্য দিতে বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হন।

বিতর্কিত কিন্তু প্রভাবশালী বিলিয়নেয়ার সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা পেতংতার্নের বিরুদ্ধে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সাথে ফোনের কথাবার্তা ফাঁসের ঘটনায় তাকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত।

প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সাথে গত মাসে সীমান্ত বিরোধকে ঘিরে উত্তেজনার মধ্যে তার ফোনালাপ ফাঁসের পর থেকে প্রধানমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগের জোর দাবি উঠেছে। তুমুল বিক্ষোভ হয়েছে রাজধানী ব্যাংককে।

ফোনালাপটিতে পায়েতংতার্ন সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেন-কে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করেন এবং থাই সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তার সমালোচনা করেন। এতে জাতীয়তাবাদী ও রক্ষণশীল মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তাকে পদচ্যুত করার দাবিতে আবেদন জমা দেয়া হয়।

এটি কার্যকর হলে পায়েতংতার্ন হবেন সিনাওয়াত্রা পরিবারের তৃতীয় রাজনীতিক, যিনি মেয়াদ পূরণের আগেই ক্ষমতা হারাচ্ছেন। এর আগে তার বাবা (থাকসিন সিনাওয়াত্রা) এবং ফুপু (ইংলাক সিনাওয়াত্রা)-র সরকার সামরিক হস্তক্ষেপে ক্ষমতা থেকে অপসারিত হয়েছিল।

সূত্র : এএফপি/বাসস