ইন্দোনেশিয়ায় প্রাণঘাতী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯৩ জনে পৌঁছেছে। আজ সোমবার দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা এ তথ্য জানায়।
সংস্থাটি জানিয়েছে, ৪৬৮ জন এখনো নিখোঁজ রয়েছে। পশ্চিম ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের তিনটি প্রদেশ থেকে ৫ লাখ ৭৮ হাজারেরও বেশি মানুষকে ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
সূত্র : এএফপি/বাসস



