যুদ্ধবিরতি আলোচনায় সম্মত, তবুও থামছে না থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘর্ষ

রোববার সকালে উত্তর কম্বোডিয়া ও উত্তর-পূর্ব থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চলে দুটি বিরোধপূর্ণ প্রাচীন মন্দিরের কাছে নতুন করে গোলাগুলি শুরু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর উভয়পক্ষই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত থাকার কথা জানালেও রোববার (২৭ জুলাই) চতুর্থ দিনের মতো থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ হয়েছে।

শনিবার রাতে ট্রাম্প দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। উভয় দেশের প্রধানমন্ত্রীই ‘দ্রুত যুদ্ধবিরতি কার্যকর’ করার জন্য সম্মত হয়েছেন এবং যুদ্ধবিরতি বন্ধ করার জন্য আলোচনা শুরু করতে ইচ্ছুক বলে জানিয়েছেন।

কিন্তু রোববার সকালে উত্তর কম্বোডিয়া ও উত্তর-পূর্ব থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চলে দুটি বিরোধপূর্ণ প্রাচীন মন্দিরের কাছে নতুন করে গোলাগুলি শুরু হয়েছে। অধিকাংশ সংঘর্ষের ঘটনা এ অঞ্চলেই হচ্ছে।

কম্বোডিয়ার সামরাং শহরে থাকা এএফপির সাংবাদিকেরা ভোর থেকে নিয়মিত গোলার আওয়াজ শুনেছেন। সংঘর্ষস্থল থেকে শহরটির অবস্থান প্রায় ২০ কিলোমিটার দূরে।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা বলেন, থাই বাহিনী ভোর ৪টা ৫০ মিনিটে মন্দিরের আশপাশের এলাকায় আক্রমণ শুরু করে।

অপরদিকে থাই সেনাবাহিনীর উপ-মুখপাত্র রিচা সুকসুওয়ানন বলেন, কৌশলগত অবস্থান নিয়ন্ত্রণের জন্য উভয়পক্ষের মধ্যে লড়াইয়ের সময় ভোর ৪টার দিকে কম্বোডিয়ান বাহিনী কামান নিক্ষেপ শুরু করে।

রোববার কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেন, তার দেশ দুই সশস্ত্র বাহিনীর মধ্যে তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। তিনি বলেন, তার পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখন থাইল্যান্ডের সাথে সমঝোতায় আসার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে কথা বলবেন।

এর আগে, ট্রাম্পের ফোনালাপের পর থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই বলেছিলেন, তিনি ‘যত তাড়াতাড়ি সম্ভব’ যুদ্ধবিরতিতে প্রবেশ এবং আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। কিন্তু তিনি সতর্ক করে দিয়েছিলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য কম্বোডিয়াকে আন্তরিক অভিপ্রায় দেখাতে হবে।

লাখ লাখ বিদেশী পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্যস্থল প্রতিবেশী এই দুই দেশ তাদের বিতর্কিত সীমান্ত নিয়ে বছরের পর বছর ধরে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে। সর্বশেষ এই সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ৩৩ জন নিহত এবং দুই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র : এএফপি