ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ জাভায় একটি বোর্ডিং স্কুলের ভবন ধস পড়েছে। এতে কমপক্ষে তিনজন শিক্ষার্থী নিহত এবং কয়েক ডজন এখনো নিখোঁজ রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সায়াফি জানিয়েছেন, হতাহতের সংখ্যা ১০২ জন। এর মধ্যে তিনজন নিহত হয়েছে।
এদিকে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভবন ধসের পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ৩৮ জনের সন্ধানে উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
সংস্থাটি আরো জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। ৯১ জন বেরিয়ে যেতে সক্ষম হয়েছে। আহত ৭৭ জনকে চিকিৎসার জন্য এলাকার বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক বিবৃতিতে বলেছে, ‘স্থলভাগে থাকা দলগুলোর প্রাথমিক লক্ষ্য স্থানটি মূল্যায়ন করা, অবশিষ্ট ভবনের কাঠামো পর্যবেক্ষণ করা এবং হতাহতদের সরিয়ে নেয়ার পথ প্রস্তুত করা।’
এর আগে, সোমবার দুপুর ৩টার দিকে জাভার পূর্বাঞ্চলের সিদোয়ারজোতে অবস্থিত আল-খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলটি ধসে পড়ে। সে সময় শিক্ষার্থীরা দুপুরের নামাজের জন্য জড়ো হচ্ছিল।
কর্তৃপক্ষ বলছে, ভবনের চতুর্থ তলা কংক্রিট দেয়ার সময় স্কুলের ভিত্তিস্তম্ভগুলো ভেঙে পড়ে। যার ফলে কয়েক ডজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। এক মাসেরও কম সময়ের মধ্যে ইন্দোনেশিয়ায় এটি দ্বিতীয় ভবন ধসের ঘটনা।
সূত্র : আল জাজিরা