কুয়ালালামপুরে চীন-মার্কিন বাণিজ্য আলোচনা শুরু

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কসংক্রান্ত উত্তেজনা কমাতে শনিবার কুয়ালালামপুরে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে; ট্রাম্প-সি বৈঠকের আগে এ বৈঠক দু’দেশের মধ্যে নতুন সমঝোতার সম্ভাবনা তৈরি করেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

চীন ও যুক্তরাষ্ট্র শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে তাদের সর্বশেষ বাণিজ্য আলোচনা শুরু করেছে।

দক্ষিণ কোরিয়ায় দু’দেশের শীর্ষ নেতাদের বহুল প্রত্যাশিত বৈঠকের আগে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির উপ-প্রধানমন্ত্রী হে লিফেংর নেতৃত্বাধীন প্রতিনিধি দল সোমবার পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থান করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে।

বিশ্বের দুই বড় অর্থনীতির দেশ নিজেদের মধ্যে শুল্কারোপ সংক্রান্ত দ্বন্দ্ব আর বাড়াতে চায় না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তিনি চীনের সাথে একটি ‘ভালো’ বাণিজ্য চুক্তি করতে এবং চলমান শুল্কযুদ্ধের অবসান ঘটাতে চান।

যদিও তার আগে তিনি বৈঠকটি বাতিল করার হুমকি দিয়েছিলেন।

আগামী ৩১ অক্টোবর শুরু হবে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন।

এই সম্মেলনের ফাঁকে ট্রাম্প-সি বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শনিবার সকালে জানায়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বাণিজ্য আলোচনায় বসেছে।

চীন সম্প্রতি তাদের গুরুত্বপূর্ণ ‘রেয়ার আর্থ’ শিল্পে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। জবাবে ট্রাম্প চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন।

এছাড়াও যুক্তরাষ্ট্রের ‘সেকশন ৩০১’ ধারা অনুসারে করা তদন্ত প্রতিবেদনে চীনের ওই খাতের আধিপত্যকে অযৌক্তিক বলে চিহ্নিত করা হয়।

এরপরই দু’দেশ একে অপরের জাহাজের ওপর বন্দর ব্যবহারের ফি আরোপ শুরু করেছে।

সূত্র : বাসস