ভিয়েতনামের মধ্যাঞ্চলে ব্যাপক বন্যায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে যাওয়া বাড়ির ছাদ থেকে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে এনেছে উদ্ধারকারীরা।
অক্টোবরের শেষের দিক থেকে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। দেশটির ঐতিহাসিক স্থান ও উপকূলের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো কয়েক দফা বন্যার কবলে পড়েছে।
পরিবেশ মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, সপ্তাহান্ত থেকে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। নিখোঁজ আরো পাঁচজনের সন্ধান চলছে। ৪৩ হাজারেরও বেশি বাড়িঘর ডুবে গেছে এবং ভূমিধসের কারণে বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ রয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার মধ্য গিয়া লাই ও ডাক লাক প্রদেশে নৌকা ব্যবহার করে উদ্ধারকারীরা আটকা পড়া বাসিন্দাদের সাহায্য করেছেন।
জাতীয় আবহাওয়া ব্যুরো অনুসারে, দা লাটের আশপাশের উচ্চভূমিতে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। কিছু এলাকায় সপ্তাহান্ত থেকে ৬০০ মিলিমিটার (দুই ফুট) পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ভিয়েতনামের জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছেন এবং দুই বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে।
সূত্র : এএফপি



