মিয়ানমারে হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ৩১

বুধবার সন্ধ্যায় পশ্চিম রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ-এর একটি হাসপাতালে জান্তা বাহিনী বোমা হামলা চালায়।

নয়া দিগন্ত অনলাইন

মিয়ানমারে রাখাইনের একটি হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬৮ জন। ঘটনাস্থলে উপস্থিত একজন সহায়তাকর্মী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন। চলতি মাসে শুরু হতে যাওয়া নির্বাচনের আগে বিভিন্ন স্থানে আক্রমণ চালাচ্ছে জান্তা বাহিনী।

সংঘাত-বিষয়ক পর্যবেক্ষকরা বলছেন, ২০২১ সালে বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে বছরের পর বছর ধরে তারা বিমান হামলা জোরদার করেছে। সেনাবাহিনী ২৮ ডিসেম্বর নির্বাচনের ঘোষণা দিয়েছে। তবে বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে নির্বাচন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। এসব অঞ্চল পুনরুদ্ধারের জন্য জান্তা লড়াই করছে।

ঘটনাস্থলে উপস্থিত সহায়তাকর্মী ওয়াই হুন অং জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিম রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ-এর একটি হাসপাতালে একটি সামরিক বিমান বোমা হামলা চালায়।

তিনি বলেন, ‘পরিস্থিতি খুবই ভয়াবহ। এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে এবং আমাদের ধারণা নিহতের সংখ্যা আরো বাড়বে। এছাড়াও ৬৮ জন আহত হয়েছেন। আহতের সংখ্যাও আরো বাড়বে।’

রাতে ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছিল। এ বিষয়ে আরো তথ্য জানতে জান্তা বাহিনীর মুখপাত্রের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সূত্র : এএফপি