দলীয় বিভাজন এড়াতে পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

গত জুলাইয়ের উচ্চকক্ষ নির্বাচনে পরাজয়ের পর তার নিজ দলের ভেতর থেকে পদত্যাগের আহ্বান উঠলেও জাপানের প্রধানমন্ত্রী ইশিবা তা প্রত্যাখ্যান করেছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা |সংগৃহীত

ক্ষমতাসীন দলের মধ্যে বিভাজন এড়াতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগ করবেন। রোববার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে। এর ফলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটি নতুন রাজনৈতিক অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে।

রয়টার্স প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্রের সাথে যোগাযোগ করলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে সরকার জানিয়েছে, ইশিবা স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একটি সংবাদ সম্মেলন করবেন।

গত বছরের সেপ্টেম্বরে ক্ষমতায় আসার পর থেকে, ইশিবার জোট সংসদের উভয় কক্ষের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ভোটারদের মধ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষোভ এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

গত জুলাইয়ের উচ্চকক্ষ নির্বাচনে পরাজয়ের পর তার নিজ দলের ভেতর থেকে পদত্যাগের আহ্বান উঠলেও ইশিবা তা প্রত্যাখ্যান করেছিলেন।

সোমবার এলডিপি যখন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়, তখন ইশিবার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরো বেড়ে যায়।

সূত্র : রয়টার্স