মিয়ানমারে ৩ ধাপে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

প্রথম দুটি ধাপের ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর এবং ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপ অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি।

নয়া দিগন্ত অনলাইন
মান্দালয়ে নির্বাচনী প্রচারণার বিলবোর্ড
মান্দালয়ে নির্বাচনী প্রচারণার বিলবোর্ড |সংগৃহীত

মিয়ানমারে সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে গৃহযুদ্ধের মধ্যেই নির্বাচনী পরিকল্পনার রূপরেখা তুলে ধরল জান্তা সরকার।

প্রথম দুটি ধাপের ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর এবং ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই দুই ধাপে ৩৩০টির মধ্যে মোট ২০২টি প্রশাসনিক এলাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার প্রকাশিত বিজ্ঞপ্তিতে ক্ষমতাসীন জান্তা সরকার জানিয়েছে, তৃতীয় ধাপের ভোটগ্রহণ ৬৩টি প্রশাসনিক এলাকায় অনুষ্ঠিত হবে।

তবে ভোট গণনা এবং নির্বাচনের ফলাফল ঘোষণার তারিখ এখনো জানানো হয়নি।

এর আগে, জান্তা প্রধান মিন অং হ্লাইং স্বীকার করেছিলেন, সারা দেশে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। ২০২১ সালে বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে সেনাশাসনের বিরুদ্ধে পুঞ্জীভূত হতে থাকে সশস্ত্র প্রতিরোধ।

বিশ্লেষকরা বলছেন, স্থিতিশীল প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধক্ষেত্র থেকে নির্বাচনি প্রক্রিয়ায় যাওয়ার সামরিক সরকারের এই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কম। তবে জান্তা সরকারের দাবি, এই নির্বাচন জনগণের সমর্থন পাচ্ছে।

সূত্র : রয়টার্স