নতুন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে চীনে অধিবেশন

বেইজিংয়ে দেশের পরবর্তী পাঁচ বছরের ‍উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনার উদ্দেশ্যে তাদের চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং |সংগৃহীত

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি সোমবার (২০ অক্টোবর) বেইজিংয়ে দেশের পরবর্তী পাঁচ বছরের ‍উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনার উদ্দেশ্যে তাদের চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন শুরু করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট শি জিনপিং রাজনৈতিক ব্যুরোর পক্ষে একটি কার্যপ্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় তিনি জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) প্রণয়নের জন্য দলীয় নেতৃত্বের খসড়া প্রস্তাবগুলো ব্যাখ্যা করেন।

চার দিনের এই বৈঠক বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এতে সরকার ও দলে নতুন নিয়োগ নিয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

সিপিসি কেন্দ্রীয় কমিটির সমাবর্তনে দলের ২০৫ জন শীর্ষ কর্মকর্তা ও ১৬৭ জন বিকল্প সদস্য থাকেন। কেন্দ্রীয় কমিটি হলো সিসিপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী সংস্থা। সংস্থাটির দায়িত্বের মধ্যে রয়েছে রাজনৈতিক ব্যুরোর ও অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যের নির্বাচন ও নিয়োগ।

২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি ৪.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পর বেইজিংয়ে শি-নেতৃত্বাধীন এই বৈঠক অনুষ্ঠিত হলো। চীন চলতি বছরের জন্য ‘প্রায় ৫ শতাংশ’ বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড