ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি স্বাক্ষর

জুলাইয়ের শেষের দিকে দুই প্রতিবেশী দেশ ট্রাম্পের মধ্যস্থতায় প্রাথমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর থেকেই উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

নয়া দিগন্ত অনলাইন
যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করছেন মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া ও যুক্তরাষ্ট্রের নেতারা
যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করছেন মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া ও যুক্তরাষ্ট্রের নেতারা |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন। রোববার (২৬ অক্টোবর) সেখানে তার উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে। ট্রাম্পের এই সফর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনার মাধ্যমে শেষ হবে।

চলতি বছর রক্তক্ষয়ী সীমান্ত বিরোধের পর, ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।

কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় মানবিক কারণে ১৮ জন কম্বোডিয়ান যুদ্ধবন্দীকে মুক্তি দেয়া হবে।

এর আগে, জুলাইয়ের শেষের দিকে দুই প্রতিবেশী দেশ ট্রাম্পের মধ্যস্থতায় প্রাথমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর থেকেই উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রাম্প একে ‘একটি মহান শান্তি চুক্তি’ হিসেবে অভিহিত করে বলেন, ‘আমি গর্বের সাথে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে মধ্যস্থতা করেছি।’

স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প একে একটি ‘স্মরণীয় পদক্ষেপ’ বলে অভিহিত করেন এবং এই পদক্ষেপের জন্য থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী উভয়কেই অভিনন্দন জানান।

সূত্র : এএফপি