মহামারীর করোনা আতঙ্ক ফের ফিরতে শুরু করেছে। হংকং ও সিঙ্গাপুরে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এমনই দাবি করেছে ব্লুমবার্গ।
শুক্রবার (১৬ মে) ভারতীয় একটি সংবাদমাধ্যম এ বিষয়ে জানিয়েছে, এশিয়ার এই দুই বৃহত্তম শহরে সংক্রমণের হার ঘিরে উদ্বেগ বাড়ছে।
হংকংয়ে ৩ মে পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। হাসপাতালে বাড়ছে আক্রান্তদের ভিড়। আর সিঙ্গাপুরে গত সপ্তাহের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে সংক্রমণ। মে মাসের প্রথম সপ্তাহেই তা পৌঁছেছে ১৪ হাজার ২ হাজারে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ৩০ শতাংশ।
গত এক বছরের পরিসংখ্যানে সংখ্যাটি সর্বাধিক। তবে প্রশাসন জানাচ্ছে, এখন পর্যন্ত এমন প্রমাণ মেলেনি যে নতুন ভ্যারিয়্যান্ট বেশি সংক্রামক।
পরিস্থিতি ভালো নয় চীনেরও। গত পাঁচ সপ্তাহের তুলনায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দ্বিগুণ। এপ্রিলে করোনার দাপাদাপির খবর মিলেছিল থাইল্যান্ড থেকেও।
২০১৯ সালের শেষ দিকে চীন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যার কবলে পড়ে গোটা বিশ্বে ৭০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়।



