জাপানের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার রাতে ৭.৫ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ফলে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। এছাড়াও বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই হাজারেরও বেশি বাড়িঘর।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, গতকাল স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে আওমোরি অঞ্চলের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং ৫০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে তা প্রত্যাহার করা হয়েছে।
তবে নিকট ভবিষ্যতে আরো শক্তিশালী ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, জনসাধারণকে কমপক্ষে এক সপ্তাহের জন্য উচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় ৯০ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে আওমোরি প্রিফেকচারাল সরকার জানিয়েছে, প্রায় দুই হাজার ৭০০টি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ইস্ট জাপান রেলওয়ে উত্তর-পূর্ব উপকূল বরাবর কিছু পরিষেবাও স্থগিত করেছে।
প্রধানমন্ত্রীর দফতরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতায় ইতোমধ্যে আওমোরি এবং উত্তরাঞ্চলে বেশ কয়েকটি ‘রেসপন্স অফিস’ খোলা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন জাপানের মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা।
প্রধানমন্ত্রীর দফতরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতায় ইতোমধ্যে আওমোরি এবং উত্তরাঞ্চলে বেশ কয়েকটি ‘রেসপন্স অফিস’ খোলা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন জাপানের মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা।
জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি। এটি রিং অফ ফায়ারে অবস্থিত। ফলে বছরে প্রায় এক হাজার ৫০০টি ভূমিকম্প অনুভূত হয় জাপানে।
সূত্র : বিবিসি



