এভারেস্টে তুষারঝড়ে আটকা বহু পর্বতারোহী, উদ্ধার ৩৫০

হাজার খানেক পর্বতারোহী বেসক্যাম্প ও তার আশপাশে আছেন। তাদের টেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

নয়া দিগন্ত অনলাইন
অস্বাভাবিক তুষারপাত ও বৃষ্টিপাতের ফলে ট্রেকাররা ক্যাম্পসাইট ছেড়ে যাচ্ছেন
অস্বাভাবিক তুষারপাত ও বৃষ্টিপাতের ফলে ট্রেকাররা ক্যাম্পসাইট ছেড়ে যাচ্ছেন |সংগৃহীত

এভারেস্ট বেসক্যাম্পে ভয়াবহ তুষারঝড়ে বহু পর্বতারোহী আটকা পড়েছেন। তিব্বতের দিকে এভারেস্টের নর্থ কল বা উত্তরপথ দিয়ে বহু পর্বতারোহী এভারেস্টের শৃঙ্গ আরোহণ করেন। রোববার (৬ অক্টোবর) সেখানেই তুষারঝড় শুরু হয়।

চীনের সংবাদমাধ্যম জানিয়েছে, এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী হাজার খানেক পর্বতারোহী বেসক্যাম্প ও তার আশপাশে আছেন। তাদের টেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

উদ্ধারকারীরা হেলিকপ্টারে করে এখন পর্যন্ত ৩৫০ জন পর্বতারোহীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করতে পেরেছেন। ২০০ জন আটকা পড়া পর্বতারোহীর সাথে যোগাযোগ স্থাপন করা গেছে। তাদেরকেও উদ্ধারের চেষ্টা চলছে।

তবে প্রবল হাওয়া ও তুষারপাতের জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

অন্যদিকে তিব্বত-নেপাল সীমান্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। মেঘ ভাঙা বৃষ্টির ফলে আকস্মিক বন্যায় বহু মানুষের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : ডয়চে ভেলে