থাইল্যান্ড কম্বোডিয়ার বিরুদ্ধে আন্তঃসীমান্ত যুদ্ধবিরতি চুক্তির ‘সুস্পষ্ট লঙ্ঘনের’ অভিযোগ এনেছে। দেশটির অভিযোগ, কম্বোডিয়ান সেনারা রাতভর সীমান্তে থাই বাহিনীর ওপর হামলা চালিয়েছে।
ব্যাংকক থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত পাঁচ দিন ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৪৩ জন নিহত হওয়ার পর মঙ্গলবার যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই দেশ। ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে থাকা একটি প্রাচীন মন্দিরকে কেন্দ্র করে পুরনো বিরোধ থেকেই এই সহিংসতা ছড়িয়ে পড়ে।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির সিসাকেট প্রদেশে থাই সেনারা বুধবার সকাল পর্যন্ত কম্বোডিয়ার ছোট অস্ত্রের গুলি ও গ্রেনেড হামলার শিকার হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ‘এটি যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।’
থাইল্যান্ড সরকারের মুখপাত্র জিরাইউ হুয়াংসাবও রাতভর সংঘর্ষের কথা নিশ্চিত করে বলেন, ‘থাই বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং স্থানীয় সময় সকাল ৮টা থেকে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
অন্যদিকে, কম্বোডিয়া যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ অস্বীকার করেছে। দেশটির দাবি, এই চুক্তি ছিল একটি মানবিক প্রয়াস, যার ফলে সীমান্ত অঞ্চল থেকে তিন লাখেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে।
এএফপির একজন সাংবাদিক জানান, তিনি বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘর্ষের সময় কামানের গোলার শব্দ শুনলেও, যুদ্ধবিরতি শুরুর পর থেকে বুধবার সকাল পর্যন্ত কোনো বিস্ফোরণের শব্দ পাননি।
যুদ্ধবিরতি শুরু হয় মঙ্গলবার ভোরে। কিন্তু থাইল্যান্ড অভিযোগ করে, কম্বোডিয়ার অব্যাহত আক্রমণ শান্তিপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং ‘পারস্পরিক আস্থার ওপর আঘাত হানছে’।
চুক্তির আওতায় সীমান্তে উভয়পক্ষের কমান্ডারদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। থাই সেনাবাহিনী জানায়, উত্তেজনা প্রশমনের লক্ষ্যে তারা সৈন্য চলাচল ও পুনর্বহাল বন্ধে একমত হয়েছে।
তবে ব্যাংককের সীমান্ত সংকট কেন্দ্রের মুখপাত্র মারাতি নালিতা আন্দামো সতর্ক করে বলেন, ‘যুদ্ধবিরতির প্রাথমিক দিনগুলোতে পরিস্থিতি এখনো ভঙ্গুর।’
থাইল্যান্ড জানায়, সংঘর্ষে এখন পর্যন্ত তাদের ১৫ জন সেনা ও ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কম্বোডিয়ার পক্ষ থেকে আটজন বেসামরিক ও পাঁচজন সামরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র : বাসস