ইন্দোনেশিয়ার স্কুলভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭

রোববার সকাল পর্যন্ত ১৪১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১০৪ জন নিরাপদ আছেন, ৩৭ জন নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ধসে পড়া স্কুলভবন
ধসে পড়া স্কুলভবন |সংগৃহীত

ইন্দোনেশিয়ার স্কুলভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আরো আহতদের উদ্ধার করায় এ সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে গত সোমবার বিকেলে ছাত্ররা নামাজের জন্য জড়ো হলে বহুতল ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন পরিচালক যুধি ব্রামান্তিও এক বিবৃতিতে বলেন, ‘রোববার সকাল পর্যন্ত ১৪১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১০৪ জন নিরাপদ আছেন, ৩৭ জন নিহত হয়েছেন।’

তিনি আরো বলেন, ২৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।

এদিকে দেশটির স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নানং সিগিত পৃথক বিবৃতিতে ৩৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র : বাসস