চীনের মধ্যাঞ্চলের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে নয়জন নিহত এবং আরো ২৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনার পরদিনও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে।
রাষ্ট্র পরিচালিত চায়না ন্যাশনাল রেডিওর (সিএনআর) উদ্ধৃতি দিয়ে বেইজিং থেকে এএফপি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার কিছু আগে হুনান প্রদেশের চাংদে শহরের বাইরের একটি গ্রামের এক কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
উদ্ধার কার্যক্রম পরিচালনাকারী রেসকিউ কমান্ড সেন্টারের বরাত দিয়ে সিএনআর জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত নয়জন নিহত এবং আরো ২৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জটিল পরিস্থিতি এবং আরো বিস্ফোরণের ঝুঁকির মধ্যে দিয়ে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
পাহাড়ি অঞ্চলে অবস্থিত স্থানটিতে কোনো বড় পানির উৎস না থাকায় উদ্ধার কাজে ঝুঁকি বেড়ে গেছে উল্লেখ করে সিএনআরের প্রতিবেদনে আরো বলা হয়, ‘২০ ঘণ্টারও বেশি সময় ধরে নিরবচ্ছিন্ন উদ্ধার অভিযানে আগুন নেভানোর জন্য রিমোটনিয়ন্ত্রিত জলকামান ব্যবহার করা হচ্ছে।’
মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানায়, জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় উদ্ধার তদারকির জন্য হুনানে একটি কর্মী দল পাঠানো হয়েছে। চীনের মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিনহুয়া আরো জানায়, বিস্ফোরণের কারণ দ্রুত শনাক্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।
সূত্র : বাসস