হংকংয়ের উত্তরাঞ্চলে তাই পো জেলায় বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
হংকং সরকারের এক বিবৃতি অনুসারে, স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্টে আগুন লাগে। এটি আটটি ব্লক নিয়ে গঠিত দুই হাজার ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্স।
বিবৃতিতে আরো বলা হয়েছে, বিকেল ৫টায় সাতজনকে চিকিৎসার জন্য দুটি হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে চারজনকে নিহত বলে ঘোষণা করা হয়েছে। বাকি দুজনের অবস্থা গুরুতর এবং একজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।
পুলিশের বরাত দিয়ে সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, বেশ কয়েকজন ভবনগুলোর ভেতরে আটকা পড়েছেন এবং অন্তত দুজন গুরুতর দগ্ধ হয়েছেন। আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কিছু কর্মীও আহত হয়েছেন।
ফুটেজে দেখা গেছে, ভবনগুলো থেকে আগুন ও ধোঁয়া উড়ছে। আগুন লাগা ভবনগুলোর বাইরের দিকে বাঁশের ভারা রয়েছে। এজন্য আগুন নিচে থেকে দ্রুত উপরের দিকে উঠেছে বলে মনে করা হচ্ছে।
সূত্র : বিবিসি



