ফিলিপাইনের কেন্দ্রীয় দ্বীপ প্রদেশ সেবুর উপকূলে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর কমপক্ষে ৬৯ জন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর ওই এলাকায় আরো চারটি ৫ বা তার বেশি মাত্রার কম্পন অনুভূত হয়।
দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল বুধবার ৬৯ জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে, সংস্থাটি ২৬ জনের প্রাণহানির কথা জানিয়েছিল।
সিভিল ডিফেন্স অফিসের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর বার্নার্ডো রাফায়েলিতো আলেজান্দ্রো সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এখনো অনুকূল সময়ে রয়েছে। এখনো অনেক মানুষের ধ্বংসাবশেষে চাপা পড়ে থাকার খবর পাওয়া যাচ্ছে।’
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেবুর কিছু অংশে স্থানীয় কর্তৃপক্ষ ‘দুর্যোগ পরিস্থিতি’ ঘোষণা করেছে। ভূমিকম্পের ফলে বিদ্যুৎ বিভ্রাট ঘটে এবং ভবনগুলো ধসে পড়ে।
ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি সেবু, লেইত ও বিলিরান প্রদেশের বাসিন্দাদের উপকূল থেকে দূরে থাকার এবং ‘অস্বাভাবিক ঢেউয়ের জন্য সতর্ক থাকার’ আহ্বান জানিয়েছে।
সূত্র : আর জাজিরা