দক্ষিণ কোরিয়ার একটি আদালত আজ বুধবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি বেসামরিক শাসন সাময়িকভাবে স্থগিত করে সামরিক আইন ঘোষণায় সহায়তা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
আজ বুধবার সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে রায় ঘোষণার সময় বিচারক লি জিন-গওয়ান বলেন, ‘হান ডাক-সু সংবিধান ও আইনের শাসন রক্ষায় ব্যর্থ হয়েছেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি তার কর্তব্য এবং দায়িত্ব পালনে শেষ পর্যন্ত অবহেলা করেছেন।’
সূত্র : এএফপি/বাসস



