চীনের সাথে সম্পর্ক উন্নীত করার অঙ্গীকার কিম জং উনের

২০১৮ সালের পর বৃহস্পতিবারের বেইজিং শীর্ষ সম্মেলন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ষষ্ঠ দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে কিম বিশ্ব শান্তি রক্ষায় চীনের দৃঢ় সংকল্প এবং এই উপলক্ষে তার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অবস্থান ও প্রভাবের স্পষ্ট প্রদর্শন উল্লেখ করেন।

নয়া দিগন্ত অনলাইন
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং |সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বেইজিংয়ে এক শীর্ষ সম্মেলনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সাথে সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নয়নের অঙ্গীকার করেছেন বলে শুক্রবার (৫ সেপ্টেম্বর) জানিয়েছে রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সি (কেসিএনএ)।

ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া (ডব্লিউপিকে) ও দেশটির সরকারি নাম ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়ার (ডিপিআরকে) কথা উল্লেখ করে কিম বলেন, ‘উত্তর কোরিয়া-চীন সম্পর্ককে ধারাবাহিকভাবে বিকশিত করার জন্য ডব্লিউপিকে ও ডিপিআরকে সরকারের দৃঢ় ইচ্ছা।’

তিনি আরো বলেন, ‘উত্তর কোরিয়া সবসময়ের মতোই রাষ্ট্রের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও উন্নয়ন স্বার্থ রক্ষায় চীনের অবস্থান ও প্রচেষ্টাকে সমর্থন করবে।’

২০১৮ সালের পর বৃহস্পতিবারের বেইজিং শীর্ষ সম্মেলন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ষষ্ঠ দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে কিম বিশ্ব শান্তি রক্ষায় চীনের দৃঢ় সংকল্প এবং এই উপলক্ষে তার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অবস্থান ও প্রভাবের স্পষ্ট প্রদর্শন উল্লেখ করেন।

জবাবে শি জিনপিং ‘চীন-উত্তর কোরিয়ার সম্পর্ক সফলভাবে রক্ষা, সুসংহত ও বিকাশের’ ইচ্ছা প্রকাশ করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, শি বলেন, বেইজিং চীন ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্বের প্রতি অত্যন্ত গুরুত্ব দেয়।

পিয়ংইয়ংকে তার জাতীয় অবস্থার সাথে উপযুক্ত উন্নয়নের পথ অনুসরণে সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে চীনের নেতা বলেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতি যেরকমই হোক না কেন, এই অবস্থান অপরিবর্তিত থাকবে।’

দুই নেতা বেইজিং ও পিয়ংইয়ংয়ের মধ্যে সহযোগিতা ও উচ্চস্তরের সফর এবং কৌশলগত যোগাযোগ জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি