চীন ও আসিয়ানের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর

২০১৮ সালে চীনের সাথে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের পর সাম্প্রতিক বছরগুলোতে ১১ সদস্যের জোট আসিয়ান ও চীন একে-অপরের বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে।

নয়া দিগন্ত অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের মধ্যেই চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ান তাদের মুক্ত বাণিজ্য চুক্তির নতুন সংস্করণে স্বাক্ষর করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) কুয়ালালামপুরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এই বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।

চীনের স্টেট কাউন্সিলের মতে, ‘৩.০ সংস্করণ’ নামে পরিচিত এই নতুন চুক্তিটি বাণিজ্য, অর্থনীতি, প্রযুক্তি, পরিবেশ, ও সাংস্কৃতিক সম্পর্কের মতো ক্ষেত্রে সহযোগিতা আরো বিস্তৃত করবে। এটি ২০১০ সালে কার্যকর হওয়া চীনের সাথে এই অঞ্চলের প্রথম মুক্ত বাণিজ্য চুক্তির ওপর ভিত্তি করে তৈরি।

২০১৮ সালে চীনের সাথে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের পর সাম্প্রতিক বছরগুলোতে ১১ সদস্যের জোট আসিয়ান ও চীন একে-অপরের বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে।

২০২৫ সালের নয় মাসে চীন ও আসিয়ানের মধ্যে বাণিজ্য ইতোমধ্যেই ৭৮৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৯.৬ শতাংশ বেশি। এই বাণিজ্যের বেশিভাগই সমন্বিত উৎপাদন সরবরাহকে প্রতিফলিত করে। তবে এতে ক্রমবর্ধমানভাবে চীন থেকে তৈরি পণ্যও অন্তর্ভুক্ত রয়েছে, যা দক্ষিণ-পূর্ব এশীয় ভোক্তাদের জন্য নির্ধারিত।

মঙ্গলবার আসিয়ান শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে লি কিয়াং চীন ও আসিয়ানের গভীর বাণিজ্য সম্পর্কের প্রশংসা করেন। এ সময় তিনি নতুন সংস্করণে বাণিজ্য চুক্তির অধীনে সম্প্রসারিত ও উচ্চমানের অর্থনৈতিক সহযোগিতার প্রত্যাশার কথা বলেন।

সূত্র : আল জাজিরা