ইন্দোনেশিয়ার জাভাতে একটি স্কুলভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে আরো দুইটি লাশ বের করেছেন বলে জানা গেছে।
শুক্রবার (৩ অক্টোবর) বার্তাসংস্থা এএফপির সূত্রে এ তথ্য জানিয়েছে বাসস।
এর আগে, সোমবার সিদোয়ারজোতে বহুতলাবিশিষ্ট বোর্ডিং স্কুলটির একটি অংশ হঠাৎ ধসে পড়ে। সে সময় ছাত্ররা বিকেলের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল। দুর্ঘটনার পর ধ্বংসস্তুপের নিচে বহু ছাত্র আটকা পড়ে।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তিও সাংবাদিকদের বলেন, শুক্রবার ওযু করার স্থানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া দুই ছাত্রের লাশ পাওয়া যায়। তার আগে ৫৯ জনের নিখোঁজ থাকার আশঙ্কা করা হয়।
বিশেষজ্ঞরা জানান, ধসের কারণ তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে নিম্নমানের নির্মাণ সামগ্রীর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার নিখোঁজদের পরিবারগুলো ভারী যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি দেয়। এখন পর্যন্ত উদ্ধারকাজে মাত্র একটি ক্রেন ব্যবহার করা হয়েছে।
দুর্ঘটনার ৭২ ঘণ্টার পার হওয়ায় ধংসস্তুপের নিচে ছাত্রদের জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে আরো যন্ত্রপাতি আনার প্রস্তুতি চলছে।
সূত্র : বাসস