ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে প্রবল বৃষ্টির পর বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান শনিবার (২৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন। এর আগে, নিহতের সংখ্যা ছিল ১৭৪ জন।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিস্তীর্ণ অংশ গত এক সপ্তাহ ধরে ঘূর্ণিঝড়-সৃষ্ট প্রবল বৃষ্টিপাতের কবলে পড়েছে। মালাক্কা প্রণালিতে একটি বিরল ক্রান্তীয় ঝড়ও সৃষ্টি হয়েছে।
সংস্থার প্রধান সুহারিয়ান্তো সাংবাদিকদের জানিয়েছেন, ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে সুমাত্রা দ্বীপের তিনটি প্রদেশে প্রায় ৮০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। কয়েক শ মানুষ এখনো আটকা পড়ে আছে। কমপক্ষে ২৭৯ জন এখনো নিখোঁজ রয়েছেন।
দ্বীপের উত্তরাঞ্চলে ত্রাণ সরবরাহের জন্য উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ব্যবহার করেছেন। ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এবং যোগাযোগ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
তিনি বলেন, ‘আমরা উত্তর তাপানুলি থেকে সিবোলগা (উত্তর সুমাত্রা প্রদেশে) যাওয়ার রুটটি খোলার চেষ্টা করছি। যা টানা তিন দিন ধরে সবচেয়ে বেশি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।’
এদিকে থাইল্যান্ডের মালাক্কা প্রণালীজুড়ে দেশের দক্ষিণাঞ্চলে বন্যায় নিহতের সংখ্যা ১৪৫ জন থেকে বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। শনিবার দেশটির সরকারি মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত এ তথ্য জানান।
সূত্র : রয়টার্স



