ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শুক্রবার ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীরতায় শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

নয়া দিগন্ত অনলাইন

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা। ইতোমধ্যেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে এবং নিকটবর্তী উপকূলীয় এলাকার লোকজনকে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) মিন্দানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টালের মানয় শহরের কাছে ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীরতায় শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি সুনামি সতর্কতায় বলেছে, ‘স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউয়ের’ আশঙ্কা রয়েছে। আবদ্ধ উপসাগর ও প্রণালী বরাবর সুনামির ঢেউ বেশি হতে পারে।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র : আল জাজিরা