চিপে ব্যবহৃত কিছু উপকরণের যুক্তরাষ্ট্রে রফতানি নিষেধাজ্ঞা স্থগিত করলো চীন

গ্যালিয়াম, অ্যান্টিমনি ও জার্মেনিয়ামের সাথে যুক্ত দ্বৈত-ব্যবহারের পণ্য রফতানির ওপর নিষেধাজ্ঞা আগামী বছরের ২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রে চিপসে ব্যবহৃত উপকরণের রফতানি নিষেধাজ্ঞা স্থগিত করলো চীন
যুক্তরাষ্ট্রে চিপসে ব্যবহৃত উপকরণের রফতানি নিষেধাজ্ঞা স্থগিত করলো চীন |ইন্টারনেট

চীনের সেমিকন্ডাক্টর তৈরির জন্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ উপাদানের মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে।

রোববার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গ্যালিয়াম, অ্যান্টিমনি ও জার্মেনিয়ামের সাথে যুক্ত দ্বৈত-ব্যবহারের পণ্য রফতানির ওপর নিষেধাজ্ঞা ২০২৬ সালের ২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।

সূত্র : এএফপি