Published At : Monday July 21 2025, 12:01
২.৮ কিলোমিটার দীর্ঘ বরফ উত্তোলন করা হয়েছে — যা আটটিরও বেশি আইফেল টাওয়ার পরপর দাঁড় করালে যতটা উঁচু হয়, তার চেয়েও বেশি
জার্মানি ও সুইজারল্যান্ডের দুটি প্রতিষ্ঠানও ২.৮ কিলোমিটার দীর্ঘ বরফ কোরের কিছু অংশ পেয়েছে।
ড. থমাসের মতে, গবেষক দলগুলো ৮ লাখ বছরেরও বেশি পুরনো একটি সময়ের প্রমাণ পেতে পারে, যখন কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব স্বাভাবিকভাবেই বর্তমান সময়ের মতো, বা তার চেয়েও বেশি ছিল।
জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতিরাষ্ট্রপতি টেলিফোনে জামায়াতের আমিরের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।Monday July 21 2025, 11:36
উদ্ধার কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জামায়াত আমিরেরআহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার উদাত্ত আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।Monday July 21 2025, 11:53
রাজধানীতে স্কুলে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা ১৯আজ সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।Monday July 21 2025, 11:23
এটি তাদেরকে বুঝতে সহায়তা করতে পারে যে, ভবিষ্যতে আমাদের গ্রহ কীভাবে বায়ুমণ্ডলে আটকে থাকা উষ্ণায়নকারী গ্যাসের প্রতিক্রিয়া দেখাবে।



