টেস্ট করা হচ্ছে

১৫ লাখ বছর পুরনো বরফ গলিয়ে রহস্যের খোঁজ

বিবিসি নিউজ -২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফ্রিজারে প্রবেশ করে দেখেছে সেই বরফ, যা জলবায়ু পরিবর্তন সম্পর্কে আমাদের জ্ঞানকে 'বিপ্লবীভাবে' পরিবর্তন করতে পারে।

বরফের কোরগুলোর শেষ প্রান্তগুলো ১৫ লাখ বছর বা তারও বেশি পুরনো এক একটি টাইম ক্যাপসুল।
বরফের কোরগুলোর শেষ প্রান্তগুলো ১৫ লাখ বছর বা তারও বেশি পুরনো এক একটি টাইম ক্যাপসুল। |বিবিসি

Updates


Published At : Monday July 21 2025, 12:01

২.৮ কিলোমিটার দীর্ঘ বরফ উত্তোলন করা হয়েছে — যা আটটিরও বেশি আইফেল টাওয়ার পরপর দাঁড় করালে যতটা উঁচু হয়, তার চেয়েও বেশি

জার্মানি ও সুইজারল্যান্ডের দুটি প্রতিষ্ঠানও ২.৮ কিলোমিটার দীর্ঘ বরফ কোরের কিছু অংশ পেয়েছে।

২.৮ কিলোমিটার দীর্ঘ বরফ উত্তোলন করা হয়েছে — যা আটটিরও বেশি আইফেল টাওয়ার পরপর দাঁড় করালে যতটা উঁচু হয়, তার চেয়েও বেশি

ড. থমাসের মতে, গবেষক দলগুলো ৮ লাখ বছরেরও বেশি পুরনো একটি সময়ের প্রমাণ পেতে পারে, যখন কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব স্বাভাবিকভাবেই বর্তমান সময়ের মতো, বা তার চেয়েও বেশি ছিল।

এটি তাদেরকে বুঝতে সহায়তা করতে পারে যে, ভবিষ্যতে আমাদের গ্রহ কীভাবে বায়ুমণ্ডলে আটকে থাকা উষ্ণায়নকারী গ্যাসের প্রতিক্রিয়া দেখাবে।


Published At : Monday July 21 2025, 11:23

কেমব্রিজে সংরক্ষিত বরফের বাক্সগুলো সাত সপ্তাহ ধরে ধীরে ধীরে গলানো হবে।

এই উপাদানগুলো বিজ্ঞানীদেরকে দশ লাখ বছরেরও বেশি আগের বাতাসের প্রবাহ, তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সম্পর্কে তথ্য দিতে পারে।

কেমব্রিজে সংরক্ষিত বরফের বাক্সগুলো সাত সপ্তাহ ধরে ধীরে ধীরে গলানো হবে।

টিউবের মাধ্যমে এই তরল পাশের একটি পরীক্ষাগারে পাঠানো হবে, যা বিশ্বের অন্যতম একটি স্থান যেখানে এই ধরনের বৈজ্ঞানিক গবেষণা করা সম্ভব।

বিবিসি নিউজ: একটি বড় বাক্সের ভেতরে প্লাস্টিকে মোড়ানো দীর্ঘ বরফের টিউবগুলোর ওপর হাতে গ্লাভস পরা, কমলা ও কালো রঙের সুরক্ষা পোশাক পরা একজন ব্যক্তি হাত রেখেছেন।

অ্যান্টার্কটিকায় এই বরফ কোর সংগ্রহ করতে বহু দেশের বিশাল যৌথ প্রচেষ্টা লেগেছে, যার ব্যয় হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলার। বরফগুলো ১ মিটার ব্লকে কেটে জাহাজে করে আনা হয়, এরপর ঠান্ডা ভ্যানে করে কেমব্রিজে নিয়ে আসা হয়।

প্রকৌশলী জেমস ভিল পূর্ব অ্যান্টার্কটিকার কনকর্ডিয়া ঘাঁটির কাছাকাছি বরফ সংগ্রহে সহায়তা করেছেন।

“সতর্কভাবে গ্লাভস পরা হাতে যখন আমি এই বরফের টুকরো ধরেছিলাম এবং খুব সাবধানে যাতে পড়ে না যায় সেদিকে খেয়াল রেখেছিলাম — সেটা ছিল এক অসাধারণ অনুভূতি,” তিনি বলেন।

Published At : Monday July 21 2025, 11:19

ড. লিজ থমাস ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে-তে বরফ কোর বিশ্লেষণকারী দলের নেতৃত্ব দেবেন।

সাত সপ্তাহ ধরে, দলটি ধীরে ধীরে এই পরিশ্রমে সংগৃহীত বরফ গলাবে, যার ভেতর থেকে মুক্ত হবে প্রাচীন ধূলিকণা, আগ্নেয় ছাই এবং সামুদ্রিক শৈবাল ডায়াটমের মতো ক্ষুদ্র প্রাণী, যেগুলো জল বরফে পরিণত হওয়ার সময় এর মধ্যে আটকে গিয়েছিল।


Published At : Monday July 21 2025, 11:16

এই কোরগুলো অ্যান্টার্কটিকার একটি বরফের গুহায় সংরক্ষণ করা হয়েছিল, ইউরোপগামী নৌকায় তোলার আগে।

এই কোরগুলো অ্যান্টার্কটিকার একটি বরফের গুহায় সংরক্ষণ করা হয়েছিল, ইউরোপগামী নৌকায় তোলার আগে।

“এটি আমাদের পৃথিবীর ইতিহাসের একটি সম্পূর্ণ অজানা সময়কাল,” বলছেন ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বরফ কোর গবেষণা বিভাগের প্রধান ড. লিজ থমাস।

দরজার ওপরে লাল সতর্ক সংকেতের আলো জ্বলছে, আর ভেতরে একটি জরুরি পালানোর পথ রয়েছে, যেটি একটি টানেলের দিকে নিয়ে যায়—যদি কোনো বিপত্তি ঘটে।

নিয়ম অনুযায়ী, আমরা একবারে সর্বোচ্চ ১৫ মিনিট ভেতরে থাকতে পারি, পরতে হয় প্যাডেড ওভারঅল, বুট, টুপি ও গ্লাভস।

আমাদের ক্যামেরার ইলেকট্রনিক শাটার জমে বন্ধ হয়ে যায়, আর আমাদের চুলে বরফের ছোঁয়া লেগে চিড়চিড় শব্দ করতে শুরু করে।

বরফের বাক্সের স্তূপের পাশের একটি টেবিলে, ড. থমাস দেখান সবচেয়ে পুরনো কোরগুলো, যেগুলোর বয়স ১৫ লাখ বছর হতে পারে। সেগুলো এতটাই স্বচ্ছ যে আমরা তার ভেতর দিয়ে নিজের হাত পর্যন্ত দেখতে পারি।


১৫ লাখ বছরেরও বেশি পুরনো হতে পারে এমন একটি বরফের কোর যুক্তরাজ্যে পৌঁছেছে, যেখানে বিজ্ঞানীরা এটি গলিয়ে পৃথিবীর জলবায়ু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা করবেন।

এই কাচের মতো স্বচ্ছ সিলিন্ডারটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন বরফ, যা অ্যান্টার্কটিকার বরফচাদরের গভীর থেকে ড্রিল করে সংগ্রহ করা হয়েছে।

এর ভেতরে জমে আছে হাজার হাজার বছরের নতুন তথ্য, যা বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের জ্ঞানকে ‘বিপ্লবীভাবে’ পরিবর্তন করতে পারে।

বিবিসি নিউজ -২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের ফ্রিজার রুমে প্রবেশ করে এই মূল্যবান বরফের বাক্সগুলো দেখেছে।