মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান, ভারত, চীন ও পাকিস্তানসহ ২৩টি দেশকে প্রধান মাদক উৎপাদনকারী বা মাদক পাচারকারী দেশ হিসেবে চিহ্নিত করেছেন। কংগ্রেসে জমা দেয়া এক প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশনে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
তালিকার অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে বাহামা, বেলিজ, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, লাওস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, পেরু ও ভেনেজুয়েলা।
প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশনে বলা হয়েছে, আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া ও ভেনেজুয়েলা গত ১২ মাসে আন্তর্জাতিক মাদকবিরোধী চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা মেনে চলতে এবং মাদকবিরোধী প্রচেষ্টা উন্নত করার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
এতে আরো বলা হয়েছে, কোনো দেশের নাম তালিকায় অন্তর্ভুক্ত হওয়া মানে এই নয় যে তাদের সরকার মাদকবিরোধী পদক্ষেপ নিচ্ছে না বা যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করছে না। বরং ভৌগোলিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক নানা কারণে এসব দেশে মাদক বা মাদকের কাঁচামাল উৎপাদন ও পরিবহন সহজতর হয়।