ইরান আন্তর্জাতিক পরিদর্শনে রাজি হয়নি বা সমৃদ্ধকরণ বন্ধ করেনি : ট্রাম্প

ট্রাম্প বলেন, ইরান অন্য কোনো স্থানে এটি পুনরায় চালু করতে পারে। যদি তারা অন্য কোথাও আবার শুরু করে, তাহলে সেটি বড় সমস্যা হবে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণও বন্ধ করেনি। ট্রাম্প আরো জানিয়েছেন, তিনি কখনোই তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে দেবেন না।

শনিবার (৫ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে তেহরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থায়ীভাবে পিছিয়ে দেয়া হয়েছে’। তবে তিনি বলেন, ইরান অন্য কোনো স্থানে এটি পুনরায় চালু করতে পারে। যদি তারা অন্য কোথাও আবার শুরু করে, তাহলে সেটি বড় সমস্যা হবে।

ট্রাম্প জানান, আগামী সোমবার হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে তার বৈঠকে ইরান ইস্যুটি আলোচনার শীর্ষে থাকবে। এ সময় গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) শুক্রবার জানায়, তারা ইরান থেকে তাদের পরিদর্শক দল প্রত্যাহার করে নিয়েছে। তবে আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ইরানের সাথে পরিদর্শন পুনরায় শুরুর বিষয়ে আলোচনার এখনই সময়। দেরি হলে আস্থা ফেরানো কঠিন হবে।

ইরান বরাবরই বলে এসেছে, তারা শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। মার্কিন গোয়েন্দা সংস্থা বা জাতিসঙ্ঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি কেউই বলেননি যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ তারা খুঁজে পেয়েছেন।