ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট কে এই ডেলসি রদ্রিগেজ

নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র বন্দি করে নিয়ে যাওয়ার পর ভেনিজুয়েলার অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ
ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ |বিবিসি

নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র বন্দি করে নিয়ে যাওয়ার পর ভেনিজুয়েলার অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ।

৫৬ বছর বয়সী এই নারী এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মাদুরো সরকারের অনুগত হিসেবে পরিচিত। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে তাকে প্রায়ই প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর সাথে দেখা যেত।

মার্কিন বাহিনীর হাতে মাদুরো আটক হওয়ার পর তাকে ‘ভেনিজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট’ হিসেবে বর্ণনা করে মুক্তি দাবি করেছিলেন মিজ রদ্রিগেজ।

ভেনিজুয়েলাকে ‘উপনিবেশে’ পরিণত হতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি।

তাকে সতর্ক করে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সঠিকভাবে’ কাজ না করলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য দিতে হবে’।

এরপর সুর পাল্টে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করতে দেখা গেছে ডেলসি রদ্রিগেজকে।

সূত্র : বিবিসি