মেক্সিকোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পেরু। ২০২২ সালে কথিত অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রীকে মেক্সিকোতে আশ্রয় দেয়ার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে পেরু।
সোমবারের (৪ নভেম্বর) ঘোষণাটি সাবেক প্রধানমন্ত্রী বেটসি শ্যাভেজ পেরুর মেক্সিকান দূতাবাসে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরে আসে। তিনি পেরুর সাবেক প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্টিলোর অধীনে দায়িত্ব পালন করেছিলেন।
পেরুর পররাষ্ট্রমন্ত্রী হুগো ডি জেলা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ আমরা বিস্ময় ও গভীর দুঃখের সাথে জানতে পেরেছি যে সাবেক প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্টিলোর অভ্যুত্থান প্রচেষ্টার কথিত সহযোগী বেটিসি শ্যাভেজকে পেরুর মেক্সিকান দূতাবাসের বাসভবনে আশ্রয় দেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এই অবন্ধুত্বপূর্ণ আচরণের পরিপ্রেক্ষিতে এবং সেই দেশের বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের বারবার পেরুর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ঘটনা বিবেচনা করে, পেরুর সরকার আজ মেক্সিকোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’
এ বিষয়ে মেক্সিকো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
শ্যাভেজের আইনজীবী রাউল নোব্লেসিলা স্থানীয় রেডিও স্টেশন আরপিপিকে বলেন, কয়েকদিন ধরে তিনি তার মক্কেলের সাথে যোগাযোগ করতে পারেননি এবং জানেন না তিনি আশ্রয় চেয়েছেন কি না।
ক্যাস্টিলোর মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী শ্যাভেজকে প্রেসিডেন্ট ও কংগ্রেসের মধ্যে মাসব্যাপী অচলাবস্থার মধ্যে ২০২২ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়।
সূত্র : আল জাজিরা



