ভেনিজুয়েলার মাদুরোর সাথে আলোচনা করতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গত সপ্তাহে ভেনিজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের বিকল্পগুলো নিয়ে আলোচনা করতে হোয়াইট হাউসে তিনটি বৈঠক করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১৬ নভেম্বর) বলেছেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে যুক্তরাষ্ট্র আলোচনা শুরু করতে পারে। সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী মোতায়েনের মধ্যে এ সম্ভাবনার ইঙ্গিত এলো।

ট্রাম্প রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের বলেছেন, ‘মাদুরোর সাথে আমাদের কিছু আলোচনা হতে পারে। আমরা দেখব এর ফল কী হয়। তারা কথা বলতে আগ্রহী হবেন।’

মাদুরোর সাথে আলোচনার সম্ভাবনা সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ করেছে। তবে তিনি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গত সপ্তাহে ভেনিজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের বিকল্পগুলো নিয়ে আলোচনা করতে হোয়াইট হাউসে তিনটি বৈঠক করেছেন। এর মধ্যে ভেনিজুয়েলার অভ্যন্তরে স্থল হামলাও অন্তর্ভুক্ত ছিল।

গত শুক্রবার ট্রাম্প বলেছেন, ভেনিজুয়েলা প্রশ্নে তিনি অনেকটাই মনস্থির করে ফেলেছেন। খুব শিগগিরই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ভেনিজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে, রোববারের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, যুক্তরাষ্ট্র একটি কথিত মাদক গোষ্ঠী কার্টেল দে লস সোলসকে ‘বিদেশী সন্ত্রাসী সংগঠনে’র তালিকায় যুক্ত করবে। ফলে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী কোনো ব্যক্তি ওই গোষ্ঠীকে কোনো ধরনের সহায়তা দিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, কার্টেল দে লস সোলস ভেনিজুয়েলার গ্যাং ট্রেন দে আরাগুয়ার সাথে মিলে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকদ্রব্য পাঠায়। এর আগে, ট্রেন দে আরাগুয়ারকে ওয়াশিংটন একটি বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্ণিত করেছিল। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, মাদুরো কার্টেল ডি লস সোলসের নেতৃত্ব দেন। যা মাদুরো অস্বীকার করেন।

সূত্র : রয়টার্স