মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপাতত ইউক্রেনকে টমাহক ক্ষেপনাস্ত্র দেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। ট্রাম্প রোববার (৩ অক্টোবর) বলেছেন, তিনি এমন কোনো চুক্তি বিবেচনা করছেন না, যা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য টমাহক ক্ষেপণাস্ত্র পেতে সহায়তা করবে।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রির মার্কিন পরিকল্পনা নিয়েও ট্রাম্প অনাগ্রহ প্রকাশ করেছেন। এসব দেশ পরে ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের হাতে তুলে দিতে পারে। তিনি যুদ্ধকে আরো তীব্র করতে চান না বলে জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্পের মন্তব্য ইঙ্গিত দেয় যে ইউক্রেনকে টমাহক দিতে তিনি এখনো অনিচ্ছুক।
ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করার সময় সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়টি তিনি বিবেচনা করছেন কি না। জবাবে তিনি বলেন, ‘না, আসলে তা নয়।’ তবে তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে মত বদলাতে পারেন তিনি।
এর আগে, ২২ অক্টোবর হোয়াইট হাউসে ট্রাম্প ও ন্যাটো মহাসচিব মার্ক রুট টমাহক নিয়ে আলোচনা করেন। পরে শুক্রবার রুট জানান, বিষয়টি পর্যালোচনাধীন এবং এটি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
টমাহক ক্ষেপণাস্ত্র দুই হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে পারে। যা মস্কোসহ রাশিয়ার গভীরে আঘাত হানতে যথেষ্ট।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘদিন ধরেই এই ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ করে আসছেন। তবে ক্রেমলিন সতর্ক করে বলেছে, ইউক্রেনকে এই টমাহক সরবরাহ করা হলে তার পরিণতি হবে গুরুতর।
সূত্র : রয়টার্স



