ইরানে মার্কিন হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ করা গোয়েন্দা প্রধান বরখাস্ত

হেগসেথের নেতৃত্বে সেনাবাহিনীতে উচ্চপদস্থ কর্মকর্তার সংখ্যা হ্রাস এবং গোয়েন্দা সংস্থায় ছাঁটাই কার্যক্রমের ফলে মার্কিন প্রতিরক্ষা কাঠামোতে দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন জেনারেল জেফ্রি ক্রুস
মার্কিন জেনারেল জেফ্রি ক্রুস |আল জাজিরা

মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ)-এর পরিচালক জেনারেল জেফ্রি ক্রুসকে বরখাস্ত করা হয়েছে। একইসাথে নেভি রিজার্ভ প্রধান ভাইস অ্যাডমিরাল ন্যান্সি ল্যাকোর এবং নৌবাহিনীর বিশেষ যুদ্ধ কমান্ডের দায়িত্বে থাকা রিয়ার অ্যাডমিরাল মিল্টন স্যান্ডসকেও বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তের সুনির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার এক প্রতিরক্ষা কর্মকর্তা নিশ্চিত করেছেন, ক্রুস আর ডিআইএ প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন না।

২০২৪ সালের শুরুতে ডিআইএ প্রধানের দায়িত্ব নেন ক্রুস। এর আগে তিনি জাতীয় গোয়েন্দা পরিচালকের সামরিক উপদেষ্টা হিসেবে এবং আইএসআইএসবিরোধী জোটে গোয়েন্দা পরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

তিন কর্মকর্তা জানান, তাদেরও বরখাস্তের কারণ স্পষ্ট নয়।

ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার এ ঘটনাকে ‘গোয়েন্দা তথ্যকে আনুগত্য পরীক্ষার হাতিয়ার বানানোর বিপজ্জনক অভ্যাস’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি মার্কিন সেনাবাহিনীর নিরপেক্ষতা ও দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

বরখাস্তের এই ধারা চলতি বছর আরো বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার পদ হারানোর পর ঘটল। এর মধ্যে রয়েছেন মার্কিন নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা; এমনকি জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যানও। এ পদক্ষেপ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে।

এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা মনে করছেন, হেগসেথের নেতৃত্বে সেনাবাহিনীতে উচ্চপদস্থ কর্মকর্তার সংখ্যা হ্রাস এবং গোয়েন্দা সংস্থায় ছাঁটাই কার্যক্রমের ফলে মার্কিন প্রতিরক্ষা কাঠামোতে দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

সূত্র : আল জাজিরা