মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের অংশ হিসেবে আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানিয়েছেন, ট্রাম্প আজ শুক্রবার রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে তিনি জাপান ও দক্ষিণ কোরিয়াতে যাবেন। আগামী বৃহস্পতিবার এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) শীর্ষ সম্মেলনে ভাষণ দেয়ার পর তিনি শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন।
আগামী রোববার ট্রাম্প মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দেখা করবেন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশনের নেতাদের একটি কর্মরত নৈশভোজে যোগ দেবেন। পরদিন সোমবার তিনি জাপানে যাবেন এবং মঙ্গলবার দেশটির নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে দেখা করবেন।
জাপান থেকে ট্রাম্প বুধবার দক্ষিণ কোরিয়ায় যাবেন এবং প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর সাথে দেখা করবেন। এরপর এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম শীর্ষ সম্মেলনের ফাঁকে সিইওদের জন্য এক মধ্যাহ্নভোজে বক্তব্য রাখবেন এবং তারপর মার্কিন-অ্যাপেক নেতাদের সাথে নৈশভোজে অংশগ্রহণ করবেন।
চীন বিরল খনিজ পদার্থের রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপের পর অক্টোবরের শুরুর দিকে কয়েক মাস ধরে চলমান মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধ নতুন মাত্রা পায়। সে সময় ট্রাম্প শুল্ক আরোপ ও অন্যান্য পদক্ষেপের মাধ্যমে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি তিনি চীনের সাথে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
সূত্র : রয়টার্স



