আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইর ক্ষমতাসীন দল রোববারের (২৬ অক্টোবর) সংসদীয় নির্বাচনে ৪০.৮ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে।
মিলেইর লা লিবার্তাদ আভাঞ্জা পার্টি বিরোধী দল ফুয়েরজা প্যাট্রিয়াকে পরাজিত করেছে এবং রাজধানী বুয়েনস আয়ার্স, কর্ডোবা, সান্তা ফে ও মেন্ডোজাসহ গুরুত্বপূর্ণ অঞ্চলে জয়লাভ করেছে। এদিকে ফুয়েরজা প্যাট্রিয়া ২৪.৫ শতাংশ ভোট পেয়েছে।
চেম্বার অফ ডেপুটিজের প্রায় অর্ধেক (২৫৭টির মধ্যে ১২৭টি) এবং সিনেটের এক-তৃতীয়াংশ (৭২টির মধ্যে ২৪টি) আসনের জন্য ভোট দিয়েছেন আর্জেন্টিনার নাগরিকরা।
এই নির্বাচনকে মিলেইর সরকারের জন্য গুরুত্বপূর্ণ ও ব্যাপকভাবে তার প্রশাসনের ওপর একটি গণভোট হিসেবে দেখা হচ্ছিল। ফলাফলগুলোকে জনসাধারণের অনুমোদনের একটি পরিমাপ হিসেবে মনে করা হচ্ছিল এবং এটি কংগ্রেসের মাধ্যমে বড় ধরনের সংস্কার এগিয়ে নেয়ার ক্ষেত্রে তার ক্ষমতা নির্ধারণ করবে।
চেম্বার অফ ডেপুটিজে লা লিবার্তাদ আভাঞ্জা ৬৪টি আসন জিতে একটি আশ্চর্যজনক জয়লাভ করেছে। ১০ ডিসেম্বর থেকে নিম্নকক্ষে ২৫৭ জন মধ্যে মিলেইর দলের ৯৪ জন আইনপ্রণেতা থাকবেন।
যদিও এটি এখনো সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম, তবুও উল্লেখযোগ্য জয় প্রেসিডেন্টের ভেটো টিকিয়ে রাখার জন্য এবং সম্ভাব্য অভিশংসন প্রক্রিয়া রোধ করার জন্য যথেষ্ট হবে। যা কিছু বিরোধী মহল করার হুমকি দিয়েছিল।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



