হাইতিতে ঘূর্ণিঝড় মেলিসার প্রভাবে সৃষ্ট বন্যায় নিহত ১০

ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় মেলিসার প্রভাবে সৃষ্ট বন্যায় হাইতিতে কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে।

নয়া দিগন্ত অনলাইন
হাইতিতে ঘূর্ণিঝড়ের আঘাত
হাইতিতে ঘূর্ণিঝড়ের আঘাত |বাসস

ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় মেলিসার প্রভাবে সৃষ্ট বন্যায় হাইতিতে কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। আজ বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

উপকূলীয় শহর পেটিট-গোয়েভে অবস্থিত লা দিগু নদীর পানি উপচে বেশ কয়েকজনকে ভাসিয়ে নিয়ে গেছে। শহরটির মেয়র বার্ট্রান্ড সুপ্রিম এবং স্থানীয় একটি হাসপাতালের মহাপরিচালক জানান, ১০ জনেরও বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের আবহাওয়া সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার জ্যামাইকায় আঘাত করার সময় মেলিসা ১৯৩৫ সালের সবচেয়ে তীব্র ঘূর্ণিঝড়ের রেকর্ড ছুঁয়েছে।

ঘূর্ণিঝড় লেবার ডে ৯০ বছর আগে ফ্লোরিডা কিজ-কে ধ্বংস করে দিয়েছিল। সেখানে ঘণ্টায় ৩০০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছিল, যা মেলিসার সমপর্যায়ের।

উত্তর আটলান্টিক মহাসাগর এবং উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরে উৎপন্ন গ্রীষ্মমণ্ডলীয় ঝড়কে হ্যারিকেন বলা হয়। মেলিসা সে ধরনেরই একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়।

সূত্র : এএফপি/বাসস