হংকংয়ের কারাবন্দী মিডিয়া টাইকুন জিমি লাইকে ‘রক্ষার’ প্রতিশ্রুতি ট্রাম্পের

৭৭ বছর বয়সী লাইয়ের বিরুদ্ধে হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের অধীনে বিদেশী বাহিনীর সাথে যোগসাজশের ষড়যন্ত্রের অভিযোগের পাশাপাশি রাষ্ট্রবিরোধী বিষয়বস্তু প্রকাশের ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জিমি লাই
জিমি লাই |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং খুশি না হলেও হংকংয়ের কারাবন্দী মিডিয়া টাইকুন জিমি লাইকে রক্ষায় তিনি সাধ্যমতো চেষ্টা করবেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) মার্কিন রেডিও নেটওয়ার্ক ফক্স নিউজ রেডিওকে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি তাকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করব। দেখি আমরা কী করতে পারি। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।’

৭৭ বছর বয়সী লাইয়ের বিরুদ্ধে হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের অধীনে বিদেশী বাহিনীর সাথে যোগসাজশের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। সেই সাথে রাষ্ট্রবিরোধী বিষয়বস্তু প্রকাশের ষড়যন্ত্রের জন্য একটি পৃথক অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে। তবে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

তিনি ২০২০ সালের ডিসেম্বর থেকে এক হাজার ৫০০ দিনেরও বেশি সময় ধরে নির্জন কারাবাসে আছেন।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেন, ‘হংকংয়ে চীন-বিরোধী ও অস্থিতিশীল কার্যকলাপের একজন প্রধান সংগঠক ও অংশগ্রহণকারী ছিলেন লাই। চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অথবা হংকংয়ের আইনের শাসনকে কলঙ্কিত ও দুর্বল করার জন্য বিচারিক মামলাগুলোকে অজুহাত হিসেবে ব্যবহার করে বহিরাগত শক্তির আমরা তীব্র বিরোধিতা করি।’

এদিকে ট্রাম্প জানান, তিনি চীনের সাথে বাণিজ্য ও শুল্ক নিয়ে আলোচনার সময় লাইয়ের বিষয়টি উত্থাপন করবেন।

এর আগে, সোমবার যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যের ওপর তিন অঙ্কের শুল্ক স্থগিত রেখে আরো ৯০ দিনের জন্য সময় বাড়িয়েছে।

মঙ্গলবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য উভয়পক্ষের বাণিজ্য কর্মকর্তারা আগামী দুই বা তিন মাসের মধ্যে আবার দেখা করবেন।

সূত্র : রয়টার্স