ভেনিজুয়েলা দাসত্বপূর্ণ শান্তি চায় না : মাদুরো

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় তার ‘পরবর্তী পদক্ষেপ’ নিয়ে আলোচনা করতে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সাথে বৈঠক করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো |সংগৃহীত

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাজধানী কারাকাসে অনুষ্ঠিত বিশাল এক সমাবেশে শান্তির আহ্বান জানিয়ে বলেছেন, তার দেশ দাসত্বপূর্ণ শান্তি চায় না। তিনি এ সময় জনগণের প্রতি নিরঙ্কুশ আনুগত্য প্রকাশ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

সোমবার (১ ডিসেম্বর) কারাকাসে প্রেসিডেন্সিয়াল প্রাসাদের বাইরে ভেনেজুয়েলার পতাকা হাতে জড়ো হওয়া হাজার হাজার মানুষের উদ্দেশে মাদুরো বলেছেন, তার দেশ শান্তি চায়। তবে কেবল ‘সার্বভৌমত্ব, সমতা ও স্বাধীনতা’ সহকারে।

তিনি আরো বলেন, ‘আমরা দাসত্বপূর্ণ শান্তি চাই না, উপনিবেশের শান্তিও চাই না! উপনিবেশ, কখনোই নয়! দাসত্ব, কখনো নয়!’

সমাবেশটি এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় তার ‘পরবর্তী পদক্ষেপ’ নিয়ে আলোচনা করতে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সাথে বৈঠক করেছেন।

ট্রাম্প প্রশাসন ক্যারিবীয় অঞ্চলে সামরিক বাহিনী গঠনের মাধ্যমে ভেনিজুয়েলার ওপর চাপ সৃষ্টি করছে। মার্কিন প্রশাসন একে মাদকবিরোধী অভিযান বলে দাবি করেছে। তবে কারাকাস দাবি করছে, এই পদক্ষেপের লক্ষ্য মাদুরোর সরকারকে উৎখাত করা।

যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ১৫ হাজার সৈন্যের পাশাপাশি বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। একইসাথে দেশটি কার্টেল দে লস সোলসকে একটি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে মনোনীত করেছে। যুক্তরাষ্ট্র সংগঠনটিকে মাদুরোর নেতৃত্বে মাদক পাচারকারী কার্টেল হিসেবে অভিহিত করে।

সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক পাচারকারী নৌযানগুলোতে কমপক্ষে ২১টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে।

সূত্র : আল জাজিরা