মাদুরোকে আজ যুক্তরাষ্ট্রের আদালতে তোলা হবে

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মাদক ও অস্ত্র চোরাচালান মামলায় আজ নিউইয়র্কের ফেডারেল আদালতে হাজির করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
আটকের পর সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশালে নিকোলাস মাদুরোর এই ছবি প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প
আটকের পর সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশালে নিকোলাস মাদুরোর এই ছবি প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আজ সোমবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

মাদক ও অস্ত্র চোরাচালান মামলায় তাদেরকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে।

তবে মাদুরো শুরু থেকেই তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে আসছেন।

গত শুক্রবার মধ্যরাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করেন মার্কিন সেনারা। এরপর নিউইয়র্কে এনে তাদেরকে ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হয়।

সূত্র : বিবিসি