মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৬ নভেম্বর) বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তেহরান। তিনিও এ বিষয়ে আলোচনার জন্য উন্মুক্ত।
ট্রাম্প মধ্য এশিয়ার নেতাদের সাথে এক নৈশভোজে বলেছেন, ‘সত্যি বলতে, ইরান বারবার জিজ্ঞাসা করছে যে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা যেতে পারে কি না। ইরানের উপর খুব কঠোর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। এটি পরিস্থিতিকে সত্যিই কঠিন করে তুলেছে।’
তিনি আরো বলেন, ‘আমি সেটা শুনতে প্রস্তুত এবং আমরা দেখব কী হয়। তবে আমি এর জন্য উন্মুক্ত।’
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টার অভিযোগ করে আসছে, যদিও ইরান জোর দিয়ে বলেছে, তার পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্যে শান্তিপূর্ণ।
বিশেষ করে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র তেহরানের সাথে একটি আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা পুনরায় আরোপের পর থেকে তেহরান বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়েছে।
চলতি বছরে জুনের মাঝামাঝি সময়ে ইরানে আকস্মিক বোমা হামলা শুরু করে ইসরাইল। যার ফলে যুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
ইসরাইলের হামলার জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ফলে দুই দেশের মধ্যে ১২ দিনের যুদ্ধের সূত্রপাত হয়। এতে এপ্রিল মাসে শুরু হওয়া তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা ভেস্তে যায়।
সেপ্টেম্বরে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রক্রিয়াটি শুরু করার পর তথাকথিত ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থার অধীনে জাতিসঙ্ঘ তেহরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা কার্যকর করে।
সূত্র : এএফপি



