যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে চুক্তিতে স্বাক্ষর করল টিকটক

মার্কিন উদ্যোগের এক-তৃতীয়াংশ বর্তমান বাইটড্যান্স বিনিয়োগকারীদের হাতে থাকবে এবং প্রায় ২০ শতাংশ বাইটড্যান্সের কাছে থাকবে। আইনের শর্ত অনুযায়ী যা কোনো চীনা কোম্পানির জন্য অনুমোদিত সর্বোচ্চ মালিকানা।

নয়া দিগন্ত অনলাইন

জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটক বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জানিয়েছে, তারা বিনিয়োগকারীদের সাথে একটি যৌথ উদ্যোগ চুক্তি স্বাক্ষর করেছে। যা প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনা করতে এবং চীনা মালিকানার ওপর নিষেধাজ্ঞার হুমকি এড়াতে সহায়তা করবে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গ ও অ্যাক্সিওসের উদ্ধৃত একটি অভ্যন্তরীণ নথি অনুসারে, টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শো চিউ কর্মীদের বলেছেন, সামাজিক মাধ্যমটির চীনা মালিক বাইটড্যান্স নতুন সত্তার সাথে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী ওরাকল, সিলভার লেক ও আবুধাবিভিত্তিক প্রতিষ্ঠান এমজিএক্স প্রধান বিনিয়োগকারী হিসেবে থাকবে।

ওরাকলের নির্বাহী চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র।

তিনি আরো বলেছেন, মার্কিন উদ্যোগের এক-তৃতীয়াংশ বর্তমান বাইটড্যান্স বিনিয়োগকারীদের হাতে থাকবে এবং প্রায় ২০ শতাংশ বাইটড্যান্সের কাছে থাকবে। আইনের শর্ত অনুযায়ী যা কোনো চীনা কোম্পানির জন্য অনুমোদিত সর্বোচ্চ মালিকানা।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে পাস হওয়া একটি আইনের প্রতিক্রিয়া হিসেবে টিকটকের নতুন এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। ওই আইন অনুযায়ী বাইটড্যান্সকে হয় টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রি করতে হবে, না হলে তাদের বৃহত্তম বাজারে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

মার্কিন নীতিনির্ধারকরা সর্তক করে বলেছেন, চীন মার্কিনদের তথ্য সংগ্রহের জন্য টিকটক ব্যবহার করতে পারে অথবা তার অত্যাধিক অ্যালগরিদমের মাধ্যমে প্রভাব বিস্তার করতে পারে। ট্রাম্পও তার প্রথম মেয়াদে এমন মন্তব্য করেছিলেন।

চুক্তিটি গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসের ঘোষিত একটি সমঝোতার সাথে সামঞ্জস্যপূর্ণ। ওই ঘোষণায় বলা হয়, চীনের সাথে একটি নতুন উদ্যোগের বিষয়ে সমঝোতা হয়েছে এবং এটি ২০২৪ সালের আইনের প্রয়োজনীয়তা পূরণ করবে। সে সময় ট্রাম্প একটি আইন কার্যকরের সময় পিছিয়ে দেন, যে আইনের আওতায় টিকটক বিক্রি না হলে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার কথা ছিল।

চিও তার স্মারকপত্রে বলেন, মার্কিন যৌথ উদ্যোগী প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ডেটা নিরাপত্তা, অ্যালগোরিদম নিরাপত্তা, কন্টেন্ট আধুনিকায়ন ও সফটওয়্যারের নিশ্চয়তার বিষয়গুলো দেখভাল করবে। এদিকে টিকটক গ্লোবালের মার্কিন সংস্থাগুলো বিশ্বব্যাপী পণ্য আন্তঃকার্যক্ষমতা, ই-কমার্স, বিজ্ঞাপন ও বিপণনসহ বেশ কিছু বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে।

সূত্র : এএফপি