মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা বিবেচনা করছেন। তিনি বলেছেন, এটি রাশিয়ার সাথে যুদ্ধে ‘আগ্রাসনের একটি নতুন ধাপ’ হিসেবে কাজ করবে।
সোমবার (১৩ অক্টোবর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, তিনি ইউক্রেনে টমাহক পাঠাবেন কি-না। জবাবে ট্রাম্প বলেন, ‘দেখা যাক, আমি পাঠাতেও পারি।’
এই সপ্তাহান্তে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে দ্বিতীয়বারের মতো ফোনালাপ হয়েছে। এ সময় জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করার জন্য আরো শক্তিশালী সামরিক সক্ষমতার ওপর জোর দেন।
মস্কো এর আগে কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরুদ্ধে ওয়াশিংটনকে সতর্ক করে বলেছে, এটি সংঘাতের মাত্রা আরো বৃদ্ধি করবে এবং যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করবে।
ইসরাইলে যাওয়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইউক্রেনের অনুরোধ করা টমাহকস সম্পর্কে তিনি সম্ভবত রাশিয়ার সাথে কথা বলবেন। তিনি বলেন, ‘আমি তাদের (রাশিয়াকে) বলতে পারি যে যদি যুদ্ধের মীমাংসা না হয়, তাহলে আমরা হয়তো এটি করতে পারি।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা কি (রাশিয়া) চায় টমাহকরা তাদের দিকে যাক? আমার মনে হয় না।’
কিয়েভ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য একাধিকবার অনুরোধ করেছে। যাতে তারা রাশিয়ার এমন শহরে হামলা চালাতে পারে যা ফ্রন্টলাইন থেকে দূরে অবস্থিত। ফোনালাপে জেলেনস্কি ও ট্রাম্প ইউক্রেনের সামরিক ক্ষমতা বৃদ্ধির প্রয়াস নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ও দীর্ঘপাল্লার অস্ত্র বৃদ্ধি।