টিকটক ইস্যুতে অগ্রগতির দাবি ট্রাম্পের, চীন সফরের ঘোষণা

মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরেই টিকটককে চীনা মালিকানা থেকে আলাদা করতে চাইছে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনায়, বিশেষ করে জনপ্রিয় অ্যাপ টিকটক বিক্রির বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি চীন সফর করবেন।

তবে বেইজিং তাদের আলোচনার বিষয়ে তুলনামূলকভাবে আরো সতর্ক মূল্যায়নের প্রস্তাব দিয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করে হোয়াইট হাউজে আসার পর, ট্রাম্প ও জিনপিংয়ের মধ্যে দ্বিতীয়বারের মতো টেলিফোনে কথা হয়েছে।

এক সময় চীনের তীব্র সমালোচক হলেও, ট্রাম্প এবার সেখান থেকে কিছুটা পিছু হটে দ্বিপক্ষীয় উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছেন। তবে মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরেই টিকটককে চীনা মালিকানা থেকে আলাদা করতে চাইছে। তরুণ মার্কিন নাগরিকদের মধ্যে অ্যাপটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

ট্রাম্প বলেন, শি এই চুক্তিতে অনুমোদন দিয়েছেন। তবে স্বাক্ষর এখনো বাকি রয়েছে। তিনি আরো বলেন, শি ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই যুদ্ধে চীন রাশিয়াকে গুরুত্বপূর্ণ পরোক্ষ সহায়তা প্রদান করেছে।

চীনের পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত কোনো সমঝোতা নিশ্চিত করা হয়নি।

এর আগে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেন, তিনি ও শি জিনপিং টিকটকসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মাধ্যমে অগ্রগতিতে পৌঁছেছেন।

তিনি আগামী মাসের শেষে দক্ষিণ কোরিয়ায় শুরু হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম শীর্ষ সম্মেলনের ফাঁকে শি’র সাথে দেখা করবেন এবং পরের বছর চীন ভ্রমণ করবেন বলে জানান।

ট্রাম্প আরো বলেন, চীনের প্রেসিডেন্ট একটি অনির্দিষ্ট সময়ে যুক্তরাষ্ট্র সফর করবেন এবং দুই নেতা আবার টেলিফোনে কথা বলবেন।

এদিকে, চীন এক বিবৃতিতে আলোচনার বিষয়ে আরো কঠোর পদক্ষেপ নেয়ার প্রস্তাব দিয়ে জানায়, টিকটক ইস্যুতে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার। ব্যবসায়িক সমাধান বাজারের নিয়ম মেনে হতে হবে এবং তা অবশ্যই চীনা আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। চীন আশা করে মার্কিন পক্ষ যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী চীনা কোম্পানিগুলোর জন্য একটি উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ প্রদান করবে।

সূত্র : বাসস