মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, রাশিয়ান তেল না কেনার জন্য মার্কিন চাপের কাছে নতি স্বীকার করার বিরুদ্ধে ভারত দৃঢ় অবস্থান গ্রহণ করলেও, আগামী কয়েক মাসের মধ্যে তারা ওয়াশিংটনের সাথে বাণিজ্য চুক্তি করতে ফিরে আসবে।
ব্লুমবার্গের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, এক বা দুই মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে থাকবে এবং তারা বলবে যে তারা দুঃখিত। তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি চুক্তি করার চেষ্টা করবে।’
তিনি সতর্ক করে বলেন, ভারত যদি ’যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে’, তাহলে তাদের যুক্তরাষ্ট্রে রফতানির ওপর ‘৫০ শতাংশ শুল্ক দিতে হবে’।
বাণিজ্য সচিবের এই মন্তব্য এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বলেন, ‘দেখে মনে হচ্ছে আমরা গভীর অন্ধকার চীনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেলেছি। আমি তিন দেশেরই সাফল্য কামনা করছি।’
তার এ পোস্টের পরই মার্কিন বাণিজ্যমন্ত্রী ভারতের সমালোচনা করে বলেন, ‘এটা শুধুই ভারতের আস্ফালন। কারণ সবচেয়ে বড় গ্রাহকের সাথে লড়াই করতে পারলে ভালো বোধ হয়। কিন্তু দিন শেষে, নিজেদের ব্যবসার স্বার্থেই তারা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করবে।’
শুল্ক এড়াতে পূর্বশর্ত জারি করে লুটনিক বলেন, ‘ভারত তাদের বাজার খুলতে, রাশিয়ান তেল কেনা বন্ধ করতে এবং ব্রিকসের অংশ হওয়া বন্ধ করতে চায় না। যদি আপনি রাশিয়া ও চীনের মধ্যে সেতুবন্ধন হতে চান, তাহলে তা করুন। হয় ডলারকে এবং আপনার সবচেয়ে বড় গ্রাহক যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন, অথবা ৫০ শতাংশ শুল্ক প্রদান করুন। দেখা যাক এটি কতদিন স্থায়ী হয়।’
সূত্র : এনডিটিভি